img

আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু অঞ্চলে প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হননি।  

ইউএস গোয়েন্দাদের সঙ্গে পরিচিত ছয়টি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এমনকি বিভিন্ন আলোচকরা যুদ্ধ শেষ করার প্রক্রিয়ায় থাকলেও, পুতিন তার মূল লক্ষ্য পরিবর্তন করেননি।  

গোয়েন্দা প্রতিবেদনের এই চিত্র আলাদাভাবে প্রকাশ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইউক্রেন শান্তি আলোচকদের দাবি, যারা বলেছিলেন পুতিন যুদ্ধ শেষ করতে চায় তা এই গোয়েন্দা তথ্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে, যেখানে তিনি ইউরোপের জন্য কোনো হুমকি নয় বলে দাবি করেছিলেন।   

যুদ্ধের শুরু থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে এই তথ্য তুলে ধরছে যে, পুতিন সব ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ব্লক দেশের, এমনকি ন্যাটোর সদস্যদেরও কিছু অঞ্চল দখল করতে চায়।

হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেছেন, গোয়েন্দা তথ্য সবসময় বলেছে, পুতিন আরও চাইছে। ইউরোপীয়রা এতে নিশ্চিত। পোল্যান্ড নিশ্চিত। বাল্টিক দেশগুলো প্রথম লক্ষ্য মনে করছে।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে লুহানস্ক ও দোনেস্ক প্রদেশের বেশিরভাগ অংশ, যা দোনবাসের শিল্পকেন্দ্র, জাপোরিজজিয়া ও খেরসন প্রদেশের কিছু অংশ এবং ক্রীমিয়ার ব্ল্যাক সি উপদ্বীপ। পুতিন ক্রীমিয়া এবং চারটি প্রদেশই রাশিয়ার দাবি করছে।

ট্রাম্প প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিচ্ছেন যে, দোনেস্কের ছোট অংশ থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করুক। তবে জেলেনস্কি ও অধিকাংশ ইউক্রেনীয়রা এটি প্রত্যাখ্যান করেছেন।

সাদা বাড়ির এক কর্মকর্তা বলেছে, প্রেসিডেন্টের দল যুদ্ধ শেষ করতে ব্যাপক অগ্রগতি করেছে এবং ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তি অতীতের চেয়ে কাছাকাছি।

জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাব্বার্ড এক্স-এ এক পোস্টে বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে বড় যুদ্ধ এড়াতে চায় এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক কার্যকারিতা দেখায় যে তারা বর্তমানে সমস্ত ইউক্রেন দখল করার, এমনকি ইউরোপে যাওয়ার ক্ষমতা রাখে না। 

সুরক্ষা নিশ্চয়তার অগ্রগতি

ট্রাম্পের পুত্রবধূ জেরাড কুশনার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ সম্প্রতি ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে ২০-পয়েন্টের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার অগ্রগতি করেছেন।

যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় আলোচকরা বার্লিনে সোমবার আলোচনা করে ইউক্রেনের ভবিষ্যৎ রাশিয়ার আগ্রাসণ থেকে রক্ষা করার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপক সমঝোতায় পৌঁছেছেন।

কিছু সূত্র বলেছে, এই নিশ্চয়তা জেলেনস্কির রাশিয়াকে অঞ্চল হস্তান্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে অন্য কূটনীতিকরা বলেছেন, জেলেনস্কি ইতোমধ্যে কোনো এলাকা হস্তান্তর করতে অস্বীকার করেছেন। নিরাপত্তা প্যাকেজে ইউরোপীয় নিরাপত্তা বাহিনী আংশিকভাবে ইউক্রেন ও প্রতিবেশী দেশে মোতায়েন করা হবে।  

সূত্ররা বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী সর্বাধিক ৮ লাখে সীমাবদ্ধ থাকবে। তবে রাশিয়া কম সীমার দাবি করছে, যা মার্কিন কর্মকর্তারা বিবেচনা করছেন।

সুবিশাল মার্কিন সমর্থনসহ গোয়েন্দা তথ্য প্রদানের পরিকল্পনা করা হয়েছে এবং এটি সেনেটে অনুমোদিত হবে। এছাড়াও, পরিকল্পনায় ইউক্রেনের আকাশে মার্কিন-সমর্থিত বিমান বাহিনীর রোল থাকবে। 

জেলেনস্কি বৃহস্পতিবার সতর্ক মন্তব্য করেছেন, এটি কি করবে, তার ব্যাখ্যা এখনো পাইনি।

রাশিয়ার আঞ্চলিক দাবি অব্যাহত

শুক্রবার পুতিন কোনো ছাড় দেয়নি, যদিও তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার শর্তগুলি পূরণ হতে হবে, কারণ তার বাহিনী এ বছর ৬,০০০ বর্গ কিলোমিটার অগ্রসর হয়েছে।

কিছু মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, পুতিন তার প্রাথমিক লক্ষ্য কমাতে রাজি নাও হতে পারেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমি জানি না পুতিন চুক্তি করতে চায় নাকি পুরো দেশ দখল করতে চায়। তারা যুদ্ধ শুরুতে যা অর্জন করতে চেয়েছিল, তা তারা এখনো অর্জন করেনি।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ